আজকের সম্পাদকীয়(১৮-০৫-২০২১) শুধু সময়োচিতই নয় খুবই গুরূত্বপূর্ণও । যদিও এ কথা এই পত্রিকার পাতায় বহুবার উত্থাপিত ও আলোচিত । কিন্তু শুনছে কে? বেনাবনে মুক্তো ছড়ানই হ'চ্ছে । সরকারও তো এ ক্ষেত্রে দেখা যায় ঠুঁটো জগন্নাথ । নইলে সরকার কি পারে না আজকের ভয়াবহ কোভিদ পরিস্থিতিতে যখন হাসপাতালে হাসপাতালে চিকিৎসকের অভাব, তখন প্রাইভেট প্র্যাক্টিসে ব্যস্ত ডাক্তারদের সরকারী ক্ষমতা বলে অত্যাবশিকীয় স্থানে কাজ করাতে ? অনেক আইনইতো রাতারাতি বদলান হয় । দরকারে এক্ষেত্রেও তা' করা হোক । বেশ বোঝা যায় কোনো স্তরে এ ব্যাপারে সদিচ্ছার ঘাটতি আছেই । চতুর্থ স্তম্ভও এ ব্যাপারে অগ্রণী ভূমিকা নিতে পারে...সেও নিশ্চুপ...
আজকের সম্পাদকীয়(১৮-০৫-২০২১) শুধু সময়োচিতই নয় খুবই গুরূত্বপূর্ণও । যদিও এ কথা এই পত্রিকার পাতায় বহুবার উত্থাপিত ও আলোচিত । কিন্তু শুনছে কে? বেনাবনে মুক্তো ছড়ানই হ'চ্ছে । সরকারও তো এ ক্ষেত্রে দেখা যায় ঠুঁটো জগন্নাথ । নইলে সরকার কি পারে না আজকের ভয়াবহ কোভিদ পরিস্থিতিতে যখন হাসপাতালে হাসপাতালে চিকিৎসকের অভাব, তখন প্রাইভেট প্র্যাক্টিসে ব্যস্ত ডাক্তারদের সরকারী ক্ষমতা বলে অত্যাবশিকীয় স্থানে কাজ করাতে ? অনেক আইনইতো রাতারাতি বদলান হয় । দরকারে এক্ষেত্রেও তা' করা হোক । বেশ বোঝা যায় কোনো স্তরে এ ব্যাপারে সদিচ্ছার ঘাটতি আছেই । চতুর্থ স্তম্ভও এ ব্যাপারে অগ্রণী ভূমিকা নিতে পারে...সেও নিশ্চুপ...
ReplyDelete